Campus E-Center, Birganj

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২

দিনাজপুরে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপি উদ্যোক্তাদের প্রশিক্ষন


গতকাল শনিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জীবন বীমার আয়োজনে দিনাজপুর জেলার ১০১টি ইউনিয়নের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।


মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব- এবং এনপিডি, এটুআই প্রজেক্ট জনাব নজরুল ইসলাম খান প্রধান অতিথি এবং জীবন বীমা কর্পোরেশনের এম ডি (অতিরিতক সচিব) জনাব পরিক্ষীৎ দত্ত বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন দিনাজপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব জামাল উদ্দিন আহমেদ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, পুরুষ মহিলা উদ্যোক্তাগণ অনুষ্ঠানে যোগদান করেন প্রধান অতিথির বক্তব্যে এন আই খান স্যার বিভিন্ন ইউ আই এস গুলোতে বিভিন্ন সেবা প্রদানের পাশাপাশি প্রশিক্ষন প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি ইউ আই এস সি গুলোতে মহিলা উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন এছাড়া বিকল্প উদ্যোক্তাদের তালিকা প্রস্তূত তাদের প্রশিক্ষন প্রদানের উপর জোর দেন আগামী বছরের মধ্যেই সকল ইউনিয়ন পরিষদকে সরাসরি -সেবা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে মর্মে তিনি জানান জীবন বীমা সংক্রান্ত প্রশিক্ষন গ্রহনের পর উদ্যোক্তাগনের করনীয় সম্পর্কে তিনি নির্দেশনা প্রদান করেন ছাড়া তিনি বিভিন্ন উপজেলার ইউ আই এস সি গুলোর আয় বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে খোলামেলা আলোচনা করেনএন আই খান স্যারের সফর  জেলার টু আই সংশ্লিষ্ট সকলকে দারুণ ভাবে অনুপ্রাণিত করেছে এ জন্য বীরগঞ্জ উপজেলা এ সফরকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন