Campus E-Center, Birganj

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

বীরগঞ্জে দুইদিন ব্যাপী পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠান

দিনাজপুরের বীরগঞ্জে শনিবার দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হল পুষ্টি মেলা ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে বিগত ৪ বছর ধরে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় উপজেলা চত্বরে দুইদিন ব্যাপী পুষ্টি মেলা আয়োজন করেন। মেলা সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর ও বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি প্রজেক্ট ম্যানেজার বানার্ড কুজুর, উৎপল মিন্জ প্রমূখ। আলোচনা সভা শেষে  পুষ্টি মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ১২ টি ষ্টল পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন