Campus E-Center, Birganj

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

শেষ হলো জেলা সম্মেলন

গত মঙ্গলবার জেলা শ্রশাসকের আয়োজনে দিনাজপুর জেলার সকল থানার ইউনিয়নেন চেয়ারম্যান, সচিব ও UISC গুলোর এক সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয় জেলার শিশু একাডেমীর মিলনায়তনে। ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে জেলা প্রশাসক মো: জামাল উদ্দীন আহম্মেদ সকলকে এক যোগে কাজ করার আহবান জানান এবং জেলার সেরা UISC গুলোরকে ল্যাপ্টপ কম্পিউটার প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বীরগঞ্জ উপজেলার ২নংপলাশবাড়ী ইউপি ২টি ল্যাপ্টপ , মডেম, ফানির্সার ইত্যাদি।

বুধবার, ১২ অক্টোবর, ২০১১

বীরগঞ্জের সুইচগেট টি হতে পারে এক অন্যন্য বিনোদন কেন্দ্র

দিনাজপুর জেলার বীরগঞ্জ একটি উন্নয়নশীল উপজেলা এবং পার্শ্ববর্তী সব কয়টি উপজেলা থেকে উন্নত। কিন্তু এখানে কোন বিনোদন পার্ক না থাকায় এলাকার মানুষ মুক্ত খোলা আকাশের বাতাস খেতে পারছে না। যদি ও এখানে একটি ঢেপা নদীর উপর একটি সুইচগেট আছে সেখানেও নানা রকম সমস্যা। যদি কর্তৃপক্ষ এটার সুষ্ঠ পরিচালনা করে তাহলে এই সুইচগেটিই হতে পারে একটি বিনোদনের স্থান।

বুধবার, ৫ অক্টোবর, ২০১১

জেলা প্রশাসকের বীরগঞ্জে ঝটিকা সফর




আজ বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক এক ঝটিকা সফরে বীরগঞ্জে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন|
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ এক ঝটিকা সফরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, উপজেলা ই-সেন্টার, বীরগঞ্জ থানা পরিদর্শন শেষে ১১নং মরিচা ইউইনয়ন পরিষদে যান। সেখানে তিনি ইউইপ কমম্পেক্স, ইউইনয়ন তথ্য ও সেবা কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিস সহ ১১টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন।

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

পৌরসভা ফুটবল টুনামেন্ট-২০১১

গত 22/09/2011 ইং বীরগঞ্জে বীরগঞ্জ খেলোয়ার কল্যান সমিতি ও সলিডারিটি ক্লাবের যৌথ পরিচালনায় পৌরসভা ফুটবল টুনামেন্ট-২০১১ শুরু হয়েছে। বীরগঞ্জের পৌরমেয়র মা্ও মোহাম্মদ হানিফ খেলার শুভ উদ্বোধন করেন। খুব জাক জমক ভাবে ৮টি টিমের নক আউট খেলা শুরু হয়েছে। সেমি ফাইনাল খেলা আগামী ০৭/১০/২০১১ ইং তারিখ হতে শুরু হবে। আমার ই-ইসেন্টার থেকে যথা সম্ভব খেলায় সহযোগীতা করা হচ্ছে।

নোটিশ

ই-সেন্টারের সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আজ ০৪/১০/২০১১ ইং তারিখ হতে ০৬/১০/২০১১ ইং তারিখ পযর্ন্ত সকল প্রকার ক্লাশ বন্দ থাকবে। পরবর্তীতে যথাসময়ে ক্লাশ চলবে।

ই-সেন্টার কর্তৃপক্ষ