Campus E-Center, Birganj

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

উপজেলা ই-সেন্টার ও ইউআইএসসি'র লোগো

 
উপজেলা ই-সেন্টারের ২টি লোগো দেখানো হলো। ব্লগের সবাইকে এই লোগো সম্পর্কে মতামত দিন ।
(এটিতে বোঝানো হচ্ছে ঘূর্ণয়মান পৃথীবির নীল আকাশে ভাসমান লাল সবুজ রংগের ই-সেন্টার যা আমাদের দেশের জাতীয় পতাকার রং বহন করছে)
 


 ইউআইসি'র ২টি লোগো দেখানো হলো। ব্লগের সবাইকে এই লোগো সম্পর্কে মতামত দিন ।
(এটিতে বোঝানো হচ্ছে ঘূর্ণয়মান পৃথীবির নীল আকাশ ইউআইসি'র লাল কে বুঝানো হয়েছে উদীয়মান সূর্য এবং নীচের লাইনটিতে বোঝানো হয়েছে সবুজ শষ্য ধান ক্ষেত যা আমাদের দেশের রুপসী বাংলার আপুরুপ সোন্দর্য  বহন করছে)

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

বীরগঞ্জে জন্ম নিবন্ধন কার্যক্রম কম্পিউটারাইড শুরু


গত সোমবার জন্ম নিবন্ধন কার্যক্রম কম্পিউটারাইড ডিজিটাল করনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত জন্ম নিবন্ধন কার্যক্রম কম্পিউটারাইড ডিজিটাল করনের লক্ষে ইউনিয়ন   


পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুজালপুর ইউপি চেয়ারম্যান মো: নরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শাহানাজ পারভীন, ওসি (প্রশাসন) নুরুল ইসলাম সিদ্দিকি সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি কম্পিউটারের বোতাম ক্লিক করে জন্ম নিবন্ধনের কার্যক্রম উদ্বোধন করেন।