Campus E-Center, Birganj

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

বীরগঞ্জের গর্ব

বীরগঞ্জের গর্ব  তমালিকা সুমনা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের একমাত্র কম বয়সী উত্তর বঙ্গের মেয়ে হওয়ায় বীরগঞ্জ বাসী ও দিনাজপুর বাসী খুবই আনন্দিত। উপজেলা ই-সেন্টারের পক্ষ হতে তাকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রফাইল: 

নাম: তমালিকা সুমনা
পিতা: মো: তফাজ্জল হোসেন
মাতা: মোছা: মেমি বেগম
ঠিকানা: অভিজাত আবাসিক এলাকা, ওয়ার্ড-০৫, বীরগঞ্জ পৌরসভা, বীরগঞ্জ, দিনাজপুর।
বয়স: ১৭ বছর
শিক্ষা: দ্বাদশ শ্রেনী
কলেজ: বীরগঞ্জ ডিগ্রী কলেজ, দিনাজপুর।
ইচ্ছা: ভাল ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করা।

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্তি ঘোষণা

দিনাজপুরে ডিজিটাল মেলায় শেষ দিনে  স্টলে অবস্থান করছে মো: জিন্না আক্তার, পরিচালক, উপজেলা ই-সেন্টার, বীরগঞ্জ ও মোস্তাফিজুর রহমান, উদ্যোক্তা, ২নং পলাশবাড়ী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, বীরগঞ্জ, দিনাজপুর।    

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৩

আসছে ২৫, ২৬ ও ২৭ এপ্রিল ২০১৩ 

জেলা প্রশাসক দিনাজপুরের আয়োজনে ও 

এটুআই এর সহযোগীতায় 

দিনাজপুর জিলা স্কুলে শুরু হতে যাচ্ছে 

ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৩


এতে ৪০টির বেশী প্রতিষ্ঠান অংশগ্রহন করবে, বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, উপজেলা কমিউনিটি ই-সেন্টার গুলো ও অন্যান্য প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন বিকাল ৩.০০ টা হতে রাত ৯.০০ টা পযর্ন্ত। 

সকলকে মেলায় আসার আহ্বান জানাই


মোস্তাফিজুর রহমান পাবেল 

পরিচালক

উপজেলা ই-সেন্টার

বীরগঞ্জ, দিনাজপুর। 

মোবাইল: ০১৭১৭১৩৮৫৬৬

সাভার ট্রাজেটী

 ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন আজ বুধবার সকালে ধসে পড়ে। পুলিশ জানায়, ১২৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ৬৪ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার দেশে জাতীয় শোক পালন করা হবে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের বলেন, ‘সাভারের অধরচন্দ্র মডেল হাইস্কুল মাঠে ৯৯টি লাশ এসেছে। লাশগুলোর শনাক্তের প্রক্রিয়া চলছে। তবে স্কুলে আনার আগেই এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ২৫টি লাশ শনাক্ত করে স্বজনেরা নিয়ে গেছেন। সেই হিসাবে আমাদের পুলিশের খাতায় লাশ এখনো পর্যন্ত ১২৪টি।’ এ ছাড়া ঘটনাস্থল এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য কোনো হাসপাতাল থেকে স্বজনেরা লাশ নিয়ে গেছেন কি না, তিনি জানেন না। এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।
তবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকেরা প্রথম আলো ডটকমকে জানান, হাসপাতালে আসা আটটি লাশ থেকে স্বজনেরা একটি শনাক্ত করে নিয়ে গেছেন।
এর আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে বলেন, নয়তলা ওই ভবনে বিপণিকেন্দ্র, পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। ধসে পড়ার সময় সেখানে বহু মানুষ ছিল। এর ফলে বিপুলসংখ্যক মানুষ ভেতরে আটকা পড়েছে।
সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার পর থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উদ্ধার তত্পরতায় অংশ নিচ্ছেন। ওই ভবন থেকে শত শত আহত মানুষকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়। এদিকে ভবনে আটকে পড়া লোকজনকে পানি ও খাবার সরবরাহ করা হয়েছে।
নিখোঁজ স্বজনের অপেক্ষায় বহু মানুষ এখনো দুর্ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছেন। তাঁদের আহাজারি আর বিলাপে ভারী হয়ে উঠেছে সাভারের এই এলাকাটি।

২৪ তারিখ ২০১৩ সাভারে ৮তলা বিল্ডিং ধসে পড়ায় শতাধিক লোক নিহত ও কয়েক হাজার লোক আহত হওয়ায় বীরগঞ্জের সকল মানুষের মধ্যে শোকের ছায়া নেমেছে। সেই সাথে বীরগঞ্জ উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের সকল উদ্যোক্তাগণ কালো ব্যাচ ধারণ করেছে এবং শোক প্রকাশ করেছে সাভার ট্রাজেটীতে।

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

আমাদের অহংকার...

কোন ভাষা মরমে পশি
আকুল করি' তোলে প্রাণ ?
কোথায় গেলে শুনতে পা'ব-
বাউল সুরে মধুর গান ?
সে আমাদের বাংলাদেশ
আমাদেরি বাংলা রে--
                                                                                               -সত্যেন্দ্রনাথ দত্ত


আসছে আমাদের ভাষা দিবস ২১ ফ্রেরুয়ারী, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের বাংলা ভাষার জন্য সংগ্রাম হয় এবং অনেক তাজা প্রাণ শহীদ হয়। আরো বিস্তারিত জানতে http://en.wikipedia.org/wiki/Bengali_Language_Movement তে ক্লিক করুন।





প্রচারে: উপজেলা ই-সেন্টার, বীরগঞ্জ, দিনাজপুর।

রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

মালয়েশিয়া যাওয়ার নিবন্ধন চলছে...

অনলাইনে 

মালয়েশিয়া 

যাওয়ার নিবন্ধন চলছে

তারিখ : ১৬,১৭,১৮ জানুয়ারী ২০১৩ইং


ফরম পাওয়া যাচ্ছে...

যোগাযোগের ঠিকানা: 

উপজেলা ই-সেন্টার
বীরগঞ্জ, দিনাজপুর।
মোবাইল: ০১১৯৯৩৫০৩০৬

স্বল্পখরচে মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি প্রেরন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেকারত্বদূরীকরনের লক্ষে মালয়েশিয়ায় ৩০০০০ হাজার লোকের কর্মসংস্থানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ফলে সরকারীভাবে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের নাম নিবন্ধন ১৩ জানুয়ারী থেকে শুরু হবে। সব প্রক্রিয়া শেষ করে ফ্রেরুয়ারীর শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহে কর্মীদের নিয়ে প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় যাবে বলে আশা করছে সরকার।
(বক্তব্য রাখছেন জেলা প্রশাসক জনাব আহমদ শামীম আল রাজী ও অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান)

রাজশাহী,রংপুর ও সিলেট বিভাগে নিবন্ধন শুরু হবে ১৬ থেকে ১৮ জানুয়ারী' ২০১৩ এবং লটারী হবে ১৯ জানুয়ারী। এ সংক্রান্ত দিনাজপুরের সকল ১০১ টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দের সকল উদ্যোক্তা বৃন্দদের নিয়ে ০৯ জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মালয়েশিয়া গমন ব্যক্তিদের রেজিষ্ট্রেশন বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিক নিদের্শনা দেওয়া হয়।