Campus E-Center, Birganj

শুক্রবার, ৯ মার্চ, ২০১২

ভর্তি চলছে ভর্তি চলছে

কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে , ৩মাস মেয়াদী কম্পিউটার এপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে । আসন সংখ্যা সীমিত। আগামী ১৫ মার্চ হতে ক্লাশ শুরু হবে। তাই আর বসে থেকে সময় নষ্ট না করে অতি সত্তর যোগাযোগ করুন, পরিচালক উপজেলা ই-সেন্টার, বীরগঞ্জ, দিনাজপুর।

The Daily Ittefaq | পৃথিবীতে সৌর ঝড় | News

বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন


বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বনার্ঢ্য  শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
‘‘কিশোরী, তরুণী, বালিকা,
মিলাও হাত
গড়ে তোল সমৃদ্ধ ভবিষ্যত’’
এই প্রতিপাদ্য বাসত্মবায়নের লক্ষে উপজেলা প্রসাশন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পলস্নীশ্রী বালুবাড়ী দিনাজপুর, আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ  মতিউর রহমান, বীরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  মোঃ আবেদ আলী, বীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ কলেজের প্রভাষক শিপু সাহা, পল্লীশ্রীর প্রোগ্রাম ফেসিলিটেটর লিলিমা রানী, আরডিআরএস বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা সিনিয়র ম্যানেজার সামাজিক সংগঠন আলমগীর হোসেন, ইউপি সদস্যা আঞ্জুমান আরা বেগম,  অভিভাবক কুলছুম বেগম, শিক্ষার্থী  রানী হাসদা, আনিছা ইসলাম, মুক্তা দাস প্রমূখ।