Campus E-Center, Birganj

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

বীরগঞ্জে দুইদিন ব্যাপী পুষ্টি মেলার সমাপনী অনুষ্ঠান

দিনাজপুরের বীরগঞ্জে শনিবার দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হল পুষ্টি মেলা ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে বিগত ৪ বছর ধরে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় উপজেলা চত্বরে দুইদিন ব্যাপী পুষ্টি মেলা আয়োজন করেন। মেলা সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর ও বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি প্রজেক্ট ম্যানেজার বানার্ড কুজুর, উৎপল মিন্জ প্রমূখ। আলোচনা সভা শেষে  পুষ্টি মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম। এ সময় বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ ১২ টি ষ্টল পরিদর্শন করেন।

বীরগঞ্জে ডিজিটাল মেলার প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত

আগামী ২৮-২৯ এপ্রিল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দু’দিন ব্যাপি ডিজিটাল মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মিলনাতনে এক প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে উক্ত প্রস্ত্ততি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সেলিনা আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হাবীবুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাহার আলী, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম (মাষ্টার), মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান বাদশা, বিট কম্পিউটার্স ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক প্রভাষক নীল রতন সাহা নিপু, বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সাংবাদিক এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।