Campus E-Center, Birganj

সোমবার, ২৫ জুন, ২০১২

চাদের পরিমাপ কত ?


আপনি কি চাদের পরিমাপ করেছেন এ ভাবে ?
যদি করে থাকেন তা হলে ফলাফলটি জনাবেন।
সঠিক উত্তর দাতাকে পুরস্কৃত করা হবে।

বীরগঞ্জ উপজেলা ই-সেন্টারে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স


            সুখবর                                                        সুখবর                                               সুখবর

খুব শ্রীঘ্রই বীরগঞ্জ উপজেলা ই-সেন্টারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শুরু করতে যাচ্ছে প্রাথমিক হাতেখড়ি/ স্বল্পমেয়াদী কম্পিউটার কোর্স। যার মেয়াদ ১মাস। স্কুল, কলেজ, চাকুরীজীবি ও সাধারণ জনগনের জন্য এ কোর্সটি । এ ছাড়া আমাদের ৩মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স চলছে। অতি স্বত্তর যোগাযোগ করুন :

পরিচালক
উপজেলা ই-সেন্টার,
বীরগঞ্জ, দিনাজপুর।
মোবাইল : ০১৭১৭-১৩৮৫৬৬ / ০১১৯৯৩৫০৩০৬
ই-মেইল: ecenterbirganj@gmail.com

শুক্রবার, ১৫ জুন, ২০১২

বর্ষার আগমন বার্তা

নীল গবঘনে আষাঢ়ে গগণে
তীল ঠাই আর নাহিরে,
ওগো আজ তোরা যাসনে
যাসনে গো ঘরের বাহিরে.....


কবিতাটি শুনলে বর্ষার কথা মনে পড়ে যায়, আর এই বার্তা বর্ষার আগমন বার্তা হয়ে সবাইকে স্বাগতম জানায় আমাদের মাঝে। বর্ষার এই আগমনকে আমরা সু-স্বাগত জানাই সকল ব্লগার ও এই ব্লগের শুভাকাঙ্খীদের।