Campus E-Center, Birganj

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

করোনা n CoV

 

কোয়ারান্টাইন কি ? 


কোয়ারান্টাইন শব্দের অর্থ হচ্ছে "সঙ্গনিরোধ" অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের আলাদা থাকা, যাতে অন্য সুস্থ্ ব্যক্তির দেহে ভাইরাস সংক্রমিত না হয়।

হোম কোয়ারান্টাইন কি ? 

 

সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার কারনে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। হোম কোয়ারান্টাইনে থাকার সময়কাল ১৪ দিন। এই ১৪দিন একটি নিদির্ষ্ট ঘরে সকলের কাছ থেকে আলাদা থাকতে হবে। স্কুল, কলেজ, উপাসনালয়, বাজার বা কোন প্রকার জমায়েতে যাওয়া যাবে না। গণপরিবহনে উঠা যাবে না।
আলাদা বাথরুম, আলাদা বাসনপত্র ব্যবহার করতে হবে। সবসময় জীবানুনাশক দিয়ে ঘর পরিস্কার করতে হবে। কারো সাথে সাক্ষাৎ করা যাবে না। সাক্ষাৎ জরুরী হলে কমপক্ষে ৩ ফুট দুরত্ব রাখতে হবে।

আইসোলেশন কি ? 

 

ইতোমধ্যে ভাইরাস সনাক্ত হয়েছে এবং চিকিৎসাধীন আছেন এমন ব্যক্তিকে পুরোপুরি সুস্থ্ না হওয়া পর্যন্ত সকলের কাছ থেকে একবারে বিছিন্ন করে রাখা।

নিজে সচেতন হন, অন্যকে নিরাপদে রাখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন